Skip to main content

Posts

Featured

নিউজিল্যান্ডে মসজিদে গুলি করে মোসলমানদেরকে হত্যা

খুনী ব্রেন্টন ট্যারান্ট সাড়ে ১৬ মিনিট ধরে পুরো খুনের দৃশ্য লাইভ করে। সে তার বাসা থেকে গাড়ি ভর্তি অস্ত্র নেয়। তারপর গাড়ি চালিয়ে মসজিদে যেয়ে ঠান্ডা মাথায় প্রতিটা মানুষকে হত্যা করে। সেখান থেকে বের হয়ে রাস্তায় ও পার্কিং এ অন্য যেসব মুসলিম ছিল তাদেরও হত্যা করে। তারপর আবার নতুন ম্যাগাজিন ভরে মসজিদের ভেতর ঢুকে মৃত ও আহত মানুষদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। পুরো সময় গান বাজছিল। তারপর সে তার গাড়িতে উঠে চলে যায় এবং যাবার সময় পথে কয়েকবার গাড়ি থামিয়ে মানুষকে গুলি করে। বাংলাদেশ ক্রিকেট টিম যে এই হত্যাকান্ড থেকে পালিয়ে বের হতে পেরেছে সেটা যে কী ভীষণ সৌভাগ্য তা আল্লাহ ছাড়া কেউ জানেন না (এখন শুনছি তারা মসজিদে যাবার পথে গুলির শব্দে  ফিরে আসেন, আসলেই যে হত্যাকান্ডের লাইভ দেখলাম তাতে ভেতরে থাকলে বেঁচে বের হতে পারত না নিশ্চিত)। এই ভিডিও দেখে আমি কয়দিন ট্রমায় থাকব জানি না, কানাডায় আর কোন মসজিদে আর কোনদিনও যেতে পারব কিনা তাও জানি না। মুসলমানদের প্রতি এই ভয়াবহ ঘৃণা, সারাবিশ্বে অন্য সকল ঘৃণা ও হত্যাযজ্ঞের চাইতে কোন অংশেই কম নয়। ভিডিও link  http://bit.ly/2HxszSW

Latest posts

প্রত্যেক মোসলমানের জন্যে জানা জরুরি?

ইন্টারনেট কাকে বলে?

জাতীয় সঙ্গীত (বাংলা)