জাতীয় সঙ্গীত (বাংলা)

জাতীয় সঙ্গীত


                                                       বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর


                                                             আমার সোনার বাংলা 

আমি তোমায় ভালোবাসি।

চিরদিন তোমার আকাশ ,তোমার বাতাস,

আমার প্রানে বাজাই বাঁশি ।

ও মা, ফাগুনে তোর আমের বনে

ঘ্রানে পাগল করে ,

মরি হায় ,হায় রে --

ও মা, অগ্রানে তোর ভরা ক্ষেতে

আমি কি দেখেছি মধুর হাসি

কি শোভা কি ছায়া গো,

কি স্নেহ কি মায়া গো--

কি আঁচল বিছায়েছ বটের মূলে,

নদীর কূলে কূলে।

মা তোর মুখের বানী

আমার কানে লাগে সুধার মতো--

মরি হায় ,হায় রে --

মা তোর বতন খানি মলিন হলে,

ও মা,আমি নয়ন জলে ভাসি ।

যেকোনো ধরণের লোগো,ব্যানার,পোস্টার,বিজিটিং,কার্ড, এর ডিজাইনের জন্য 

কল করুন  +8801715614574 - +8801905631235 Email- sanaulla790@gmail.com

Comments

Post a Comment